বিশ্বনাথ প্রতিনিধি :-
বিশ্বনাথ থানার লামাকাজী ইউনিয়নের ১ নং ওর্য়াডের মেম্বার হেলাল উদ্দিনের উপর দেশীয় অস্র দিয়ে হামলা চালিয়েছে অত্র এলাকার বাসিন্দা বিভিন্ন ক্রাইমে যুক্ত বশির মিয়া উরফে বশির।
জানা যায় ঈদের জামায়াত শেষ করে মেম্বার বাড়ির ফেরার পথে যাওয়ার সময় মসজিদ গেইটে ধারালু রামদা ও চাকু দিয়ে আরো ৫/৬ জন যুবক কে নিয়ে হামলা চালায়, এতে ঘটনা স্হলে হেলাল উদ্দিন মেম্বার আহত হন,পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়,এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন,হামলার কারণ হিসেবে এলাকার স্হানীয় লোকজন কে জিজ্ঞেস করা হলে তারা জানান বশির এলাকার মানুষকে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন করতো,এবং বিভিন্ন ভাবে গরীব লোকদের নিয়ে গ্রুপিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এলাকায় সব সময় ফিতনা ফাসাদে লিপ্ত থাকতো, এ সব বিষয়ে মেম্বারের কাছে অভিযোগ করলে তিনি(মেম্বার) তা সমাধানের চেষ্টা চালান অত্র এলাকার মানুষকে নিয়ে,এতে বশির মিয়া, হেলাল উদ্দিন মেম্বারের উপর ক্ষিপ্ত হন, এ সুত্রে ধরেই বশির হেলাল উদ্দিন মেম্বার উপর হামলা চালায়।