গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (৭ এপ্রিল) কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
এর আগে সোমবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী সাতদিন সব রুটের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়।