বোর্ডিং মাঠ পেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার এর উদ্যোগে “বোর্ডিং মাঠ প্রিমিয়ার লীগ-২১(সিজন-২)” এর মেগা ফাইনাল ১৪ই মার্চ রবিবার দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় শক্তিশালী রিয়ান সিক্সার্স বনাম ফাহাদ ফাইটার্স লড়াই করে।
রিয়ান সিক্সার্স টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে শিপুর ৩৭ বলে ৭১ রান, আজমলের ১৬ বলে ৩৫ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট দেয় ফাহাদ ফাইটার্সকে।
ফাহাদ ফাইটার্স ১৯২ রানের টার্গেট নিয়ে মাঠে নামে, রিয়ান সিক্সার্সের হিটার বলার অসিমের জাদুকরী বলে ফাহাদ ফাইটার্সের সেরা তিন উইকেট পড়ে গেলে কোনো মতে মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায় ফাহাদ ফাইটার্স।
উক্ত মেগা ফাইনাল খেলায় ম্যান অব দ্যা সিরিজ হোন রিয়ান সিক্সার্সের তানভীর, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হোন আসাদ।
মেগা ফাইনাল খেলার বিজয়ী রিয়ান সিক্সার্সের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ফাহাদ ফাইটার্সের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন উক্ত মেগা ফাইনাল খেলার সম্মানিত অতিথিবৃন্দ।
জনাব মিরাজ হোসেন হাজারির সভাপতিত্বে উক্ত মেগা ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোসাম্মৎ নুরুন নাহার, ক্রিকেট উপকমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, শাহরিয়ার মোস্তফা তানিম প্রমুখ।