মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রাউৎকান্দি, রেঙ্গা আশুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী দুপুরে বিদ্যালয়ের নতুন ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এফ ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে ও মাস্টার রেজাউল হক ও হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, বিএনপি নেতা এখলাছ উদ্দিন, সমাজসেবী আবুল হোসেন, প্রবাসী সাঈদ আহমদ জমন, আব্দুল বাছিত, খছরুজ্জামান, ফখর উদ্দিন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আশরাফ আলী।
বক্তব্য রাখেন, মাস্টার আব্দুল লতিফ টুনু, সহকারী শিক্ষিকা নাজমিন আক্তার, রিপা বেগম, জুসি বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খলিল আহমদ, মাওলানা মহছিন আহমদ ফরহাদ, ছদরুল ইসলাম, আব্দুল আহাদ মেম্বার, হোসাইন আহমদ, আলা উদ্দিন, জামিল আহমদ, মশহুর আহমদ, মাওলানা বদরুল আলম, মাস্টার মাজেদুল ইসলাম, নজমুল ইসলাম, জিব্বির হোসেন লকুস, হাফিজ নজমুল ইসলাম,
রনি আহমদ তুলা, মহসিন আহমদ ফরহাদ, খলিল আহমদ, জামিল আহমদ, ফলিক আহমদ, শিক্ষার্থী মন্জুরুল ইসলাম ওমর, মাহফুজ আহমদ রাব্বি, মারজানা রহমান মিহি।
আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের প্রাঙ্গণে হাত দিয়ে তৈরি শহীদ মিনারে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র -ছাত্রী শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। পরে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি