দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে দরগাহ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আলী আহমদ, আনহার আহমদ মারনুছ, মন্টু কুমার নাথ, সাহেল আহমদ, রায়হান আলম, আতাউর রহমান, শামীম আহমদ নাজির, রাসেল আহমদ, হুমায়ুন রশিদ, মোনায়েন খান মুন্না, ফয়ছল আহমদ বাবলু, মিছবাহ উদ্দিন, নুরুল হোসেন সুজন, সদস্য আশরাফ আহমদ, আজাদুর রহমান আজাদ, ছালেক আহমদ, সরোয়ার হোসেন বাদল, জাকির আহমদ জাকের, আশিকুর রহমান জুয়েল, আবজাল আলী, জিয়াউল ইসলাম, সজিব আহমদ, মাহফুজুর রহমান লাকি, লেবু মিয়া, ছালিক আহমদ চৌধুরী, সাইদুর রহমান সাহেদ, দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, আব্দুস সামাদ রুবেল, আশরাফ আহমদ, পাবেল আহমদ, মাসুদ আহমদ, রাজু মিয়া, আশিক মিয়া, সুলেমান ইসলাম রাজন, সিরাজুল ইসলাম স্বপন, রায়হান আহমদ প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আহবায়ক বাবর আহমদ রনি বলেন, পূন্যভূমি সিলেটের পবিত্র স্থান থেকে আমাদের যাত্রা শুরু করতি যাচ্ছি। দেশ নায়ক তারেক রহমানকে দেশের মাটিতে এনে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমাদের যাত্রা শেষ হবে।
সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল বলেন, দক্ষিণ সুরমাকে যুবদলের ঘাটি হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের মানুষকে মুক্ত করতে বিএনপি সরকারের বিকল্প নেই। তিনি যুবদলের সকলকে এক প্লাটফর্মে এসে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি