সিলব্লাড ফাউন্ডেশন সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার কমিটি গঠন করা হয়েছে। আজ ১৩ নভেম্বর (শুক্রবার) সিলেট নগরীর মিরাবাজারের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ফাহাদুল ইসলাম অনিককে সভাপতি ও নাজির আহমদ জামিলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সভাপতি শামীম আহমদ রিয়াদ, সহ-সভাপতি হোসাইন আহমদ ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর রহমান সাকিব, সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তাদিজ জামান, অর্থ সম্পাদক ইমরান আহমদ, সহ-অর্থ সম্পাদক ছিদ্দিক আহমদ, প্রচার সম্পাদক মিজান আহমদ, সহ-প্রচার সম্পাদক আফছান আহমেদ, দপ্তর সম্পাদক ইমতিয়াজ ইসলাম আলিম, সভা সম্পাদক আকাশ রায়, সমাজসেবা বিষয়ক সম্পাদক এম আর মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমদ মাছুম, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দিপ দেব।
উল্লেখ্য এক বছর আগে প্রতিষ্ঠিত সিলব্লাড ফাউন্ডেশন বিভিন্ন জনসেবামূলক কাজ করে আসছে। এরমধ্যে অন্যতম হচ্ছে সিলব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন দুইটি। উক্ত ক্যাম্পেইনে প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। এছাড়াও গত এক বছরে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে রক্তদান করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।