নিউজ ডেস্কঃ থার্টি ফার্স্ট নাইটে লকডাউন থাকবে জাবি ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে (থার্টি ফার্স্ট নাইট) লকডাউনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে ‘উচ্ছৃঙ্খল ও অনভিপ্রেত’ ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় লকডাউন থাকবে।
ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফুটানো, মিছিলসহ যেকোনো ধরনের অনভিপ্রেত আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ ও গেট সংলগ্ন দোকানপাট বন্ধ করতে হবে।
ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন এবং পুলিশি টহল থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ের তদারকি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়