নিজস্ব প্রতিবেদকঃ রাস্তা মেরামত, ডিভাইডার নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কাজের জন্য নগরীর চৌহাট্টা থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত সবধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এজন্য চৌহাট্টা পয়েন্টে সিসিক’র দুটি বড় ট্যাংক গাড়ি রেখে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, কোন নোটিশ না দিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করায় নগরবাসীর মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, টানা ২ দিন রাস্তা বন্ধ থাকবে। কাজ শেষ হলে রাস্তা পুরোপুরি খুলে দেওয়া হবে।তিনি বলেন, চৌহাট্টা থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত রাস্তার মধ্যখানে খুঁটি বসানোর কাজ চলছে। জনসাধারণের নিরাপত্তার জন্যই যান চলাচল বন্ধ রাখা হয়েছে